Monday, 27 June 2016

কোডিং শেখার জন্য সেরা ৫০ টি ওয়েব সাইট !

কোডিং শেখার জন্য সেরা ৫০ টি ওয়েব সাইট !
আমরা কোডিং শেখার জন্য অনেক কিছু ঘাটাঘাটি করি। কিন্তু কোনো কিছুই প্রাকটিস ছাড়া সম্ভব নয়। কেমন হয় যদি প্রাকটিসও হয় এবং সাথে সাথে শেখা… এরকমই ৫০ টা ওয়েব সাইট আজ আপনাদের সামনে তুলে ধরব… এই ওয়েব সাইট গুলো থেকে আপনি HTML, CSS, Javascript, SQL, XHTML, Bootstrap, C, C++, Python, Ruby, Android Development, Java এবং আরো অনেক কিছুই শিখতে পারবেন.
1.Codecademy
শেখার জন্য আমার দেখা সেরা ওয়েব সাইট হল কোড একাডেমি… এটা হল সেই স্থান যেখান থেকে একজন বিগিনারের জন্য পারফেক্ট প্লেস। শুরু থেকেই একজন মানুষ হতাশ হয়ে পরে কোথা থেকে শুরু করবে, কিভাবে করবে আরো অনেক কিছু এখান থেকে সহজে শুরু করতে পারবেন। এখান থেকে আপনি ওয়েব বেজ সব কিছুরই বেসিক খুব ভালভাবে আয়ত্ত করতে পারবেন।
http://www.codecademy.com/
2.Udacity
ইউডিএসিটি আরেকটা প্লেস যেখান থেকে সহযে শিখতে পারবেন। এখানে অধিকাংশ সময় ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় সেগুলোর উপরে ২-৩ মিনিটের কুইজ থাকে আরো অনেক কিছুই। এখান থেকে আপনি Computer Science, Web Application Engineering, Software Testing, Web Development, HTML5, Python, Java, Computer Science, Algorithm এগুলোর ভাল টিউটোরিয়াল পাবেন।
https://www.udacity.com/
3.Google Android Development
এটা হচ্ছে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট শেখার জন্য বেস্ট। যারা এই এন্ড্রয়েড তৈরী করেছে তাদের কাছ থেকেই শেখেন। এখানে বেসিক থেকে এডভান্স পর্যন্ত সব কিছুই পাবেন। আর কিভাবে আপনার এপস প্লে স্টোরের জন্য রেডি করবেন সেটাও পাবেন।
https://developer.android.com/training/index.html
4.Google’s Python Class
গুগলের পাইথন ক্লাস বলা হয় এটাকে। এটা সম্পূর্ণ ফ্রী।
https://developers.google.com/edu/python/
5.Coursera
এখানে সম্পূর্ণ ফ্রী অনেক কোর্স পাবেন। এখানে কম্পিউটার সায়েন্সের অনেক ভাল ভাল টিউটোরিয়াল পাবেন। এখান থেকে Computer architecture, Programming languages, C++ for C programming, Algorithms, Artificial Intelligence, Cryptography…etc এই গুলো খুব ভাল ভাবে শিখতে পারবেন।
https://www.coursera.org/
Websites What You Will Learn
6.Code.org - Basics of JavaScript programming , Python, Hopscotch etc
7.W3Schools.com --HTML,CSS,Javascript, jQuery, Bootstrap
8.Thenewboston HTML5, CSS, Javascript, Java, Python, PHP, App Development, Android Development, C Programming.
http://thenewboston.org/
9.MIT OpenCourseWare Electrical engineering and computer science in MIT’s OpenCourseWare collection
http://ocw.mit.edu/ …/electrical-engineering-and-comp
uter-s…/
10.Khan Academy Everything what you here
https://www.khanacademy.org/
11.Webmonkey HTML5, Ajax, CSS, APIs, Javascript etc.
http://www.webmonkey.com/tutorials/
12.CodeAvengers HTML, CSS, Javascript, Python etc.
https://www.codeavengers.com/
13. Codeschool HTML/CSS, JavaScript, Ruby, iOS
http://www.codeschool.com/
14. TeamTreeHouse HTML/CSS, JavaScript, Ruby, iOS, Android, Python…
http://teamtreehouse.com/
15. Html5Rocks HTML5/CSS
http://www.html5rocks.com/en/
16. Sqlzoo SQL
http://sqlzoo.net/
17. EDX Computer Science, Java
https://www.edx.org/
18. TheCodePlayer HTML5, CSS3, Javascript, Jquery
http://thecodeplayer.com/
19. LearnPythonTheHardWay Python
http://learnpythonthehardway.org/
20. SkillCrush HTML/CSS, Javascript, Python …more
http://skillcrush.com/
21. TutsPlus WordPress Plugin Development, Webdesigning, Other Coding tutorials
http://tutsplus.com/
22. CodeCombat Play to learn code
http://codecombat.com/
23. DontFearTheInternet HTML/CSS
http://www.dontfeartheinternet.com/
24. LearnLayout Advanced CSS
http://learnlayout.com/
25. Atozcss CSS Screencasts
http://www.atozcss.com/
26. Dash HTML5, CSS3, Javascript
https://dash.generalassemb.ly/
27. Web Accessibility Tools and techniques for web developers
https://webaccessibility.withgoogle.com/course
28. TheHelloWorldProgram Web Development, Linux, Python
http://www.thehelloworldprogram.com/web-development/
29. PythonTutor Python
http://pythontutor.com/
30. CodeLearn Web Development
http://www.codelearn.org/
31. Rubymonk Ruby
https://rubymonk.com/
32. Stanford University Software Algorithms
http://online.stanford.edu/courses
33. NodeTuts Node JS video tutorials
http://nodetuts.com/
34. NodeSchool Web software skills
http://nodeschool.io/
35. Egghead Video training for AngularJS, React, D3, and many other essential modern web technologies
https://egghead.io/
36. Learn-Angular AngularJS
http://learn-angular.org/
37. IOS Development IOS
https://itunes.apple.com/ …/developing-apps-for…/
id395605774…
38. LearnJavaOnline Java
http://www.learnjavaonline.org/
39. CodingBat Java, Python
http://codingbat.com/
40. Techotopia IOS, Android
http://www.techotopia.com/
41. EssentialSQL SQL
http://www.essentialsql.com/
42. SqlBolt SQL
http://sqlbolt.com/
43. Coderdojo HTML5, CSS3, Javascript
http://coderdojo.com/
44. HackDesign Design course
http://hackdesign.org/
45. Mozilla Developer Network Mozilla Development
https://developer.mozilla.org/en-US/
46. Programming Video Tutorials C++
http://www.programmingvideotutorials.com/c …/cpp-introduction
47. National Programme on Technology Enhanced Learning Principles of Programming Languages
http://www.youtube.com/course
48. Landofcode Java, CSS, HTML, PHP and VBScript
http://landofcode.com/
49. SitePoint Reference HTML5, CSS3, Javascript
http://reference.sitepoint.com/html
50. Wikiversity PHP, C++, Python, Java… etc
http://en.wikiversity.org/wiki/School:Computer_Science
[[collected]]
Tanvir Alam
Tomader graphic designer er free class nei
Head of H R "Pro Retouching Studio"
‪#‎Like‬ ‪#‎Share‬ ‪#‎AddFriends‬ ‪#‎English‬ ‪#‎GraphicDesign‬

Monday, 7 September 2015

সালাতে (নামাযে) স্ব'শব্দে আমীন (উচ্চস্বরে) বলার হাদীসসমূহ:

দেখুন ইসলাম কি বলে...
০১) বুখারি ১ম খন্ড ১০৮ পৃষ্ঠা
০২) মুসলিম শরীফ ১৭৬ পৃষ্ঠা
০৩) আবু দাউদ ১৩৪ পৃষ্ঠা
০৪) তিরমিজি ৫৭,৫৮ পৃষ্ঠা।
০৫) নাসায়ী ১৪০ পৃষ্ঠা,
০৬) ইবনে মাজাহ ৬২ পৃষ্ঠা,
০৭) মুয়াত্তা মালেক ১০৮ পৃষ্ঠা,
০৮) বায়হাকী ২য় খন্ড ৫৯ পৃষ্ঠা,
০৯) দার কুৎনী ১২৭ পৃষ্ঠা,
১০) মেশকাত ১ম খন্ড ৭৯,৮০ পৃষ্ঠা,
১১) যাদুল মায়াদ ১ম খন্ড ১৩২ পৃষ্ঠা,
১২) মাসনাদে ইমাম শাফী ২৩ পৃষ্ঠা,
১৩) ইবনে আবি শায়বা ২৮ পৃষ্ঠা,
১৪) ফাতহুল বারী ২য় খন্ড ২৬৭ পৃষ্ঠা
১৫) হিদায়া দিরায়াহ ১০৮ পৃষ্ঠা,
১৬) আবকারুল মিনান ১৮৯ পৃষ্ঠা,
১৭) ফাতহুল বায়ান ৩৪ পৃষ্ঠা,
১৮) মুহাল্লা ২৬৩ পৃষ্ঠা১৯) রাফউল ওজাজাহ ৩০০ পৃষ্ঠা
২০) তোহফাতুল আহয়াজি ১ম খন্ড ২০৮ পৃষ্ঠা,
২১) তানভীরুল হায়ালেক ১০৮ পৃষ্ঠা
২২) মন্তাকা ৫৯ পৃষ্ঠা২৩) নায়লুল আওতার ২য় খন্ড ২৪৪ পৃষ্ঠা
২৪) আহকাম ২০৭ পৃষ্ঠা,
২৫) আততার গীব ২৩ পৃষ্ঠা,
২৬) সবুলুস সালাম ২৪৩ পৃষ্ঠা,
২৭) কানজুল ওম্মাল ৫৯ পৃষ্ঠা,
২৮) জামেউল ফায়ায়েদ ৭৬ পৃষ্ঠা,
২৯) তাল খিসুল হাবীর ৯০ পৃষ্ঠা
৩০) আউনুল মাবুদ ২৫২ পৃষ্ঠা,
৩১) তায়সীরুল ওসুল ২১৭ পৃষ্ঠা।
★★হানাফী মাযহাবের কেতাবগুলিতেও উচ্চস্বরে আমীন রয়েছে দেখুন :
১) আইনুল হেদায়া ১ম খন্ড ৩৬৫ পৃষ্ঠা,
২) নুরুল হেদায়া ৯৭ পৃষ্ঠা,
৩) ফতহুল কাদীর ৩৬৩ পৃষ্ঠা,
৪) মাদারেজুন্নবুয়াত ৪০১ পৃষ্ঠা,
৫) তানবীরুল আইনাইন ৪১ পৃষ্ঠা
৬) গুনিয়াতুত তালেবীন ১১ পৃষ্ঠা,
৭) তাহকীকুল কালাম ১০ পৃষ্ঠা,
৮) তালিকুল মুমাজ্জাদ ১০৫ পৃষ্ঠা (ভারতের প্রখ্যাতমুহাদ্দিস মাওলানা আব্দুল হাই লাক্ষ্ণৌভীহানাফী) ইমাম আবু হানিফা (রহঃ) এর উস্তাদ আতা ইবনে আবি রাবাহ (রঃ) বলেন -
"আমি মসজিদুল হারাম কাবা শরীফে কমপক্ষে দুশ'জন সাহাবীকে আর বিভিন্ন দিনে হাজার হাজার সাহাবীকে এমন অবস্থায় পেয়েছি যে, যখন ইমাম "অলাদ্দৌলীন/অয়ালাজ্জ...ল্লিন" বলতেন তখন আমি তাদের আমীনের প্রতিধ্বনি দীর্ঘ সময় পর্যন্ত শুনতাম" [বায়হাকী ২য়খন্ড ৫৯পৃষ্ঠা, আইনী ৬ষ্ঠখন্ড ৪৮ পৃষ্ঠা, ফাতহুলবারী।

Monday, 31 August 2015

লিঙ্গকে পূজা করা

হিন্দু ভাইয়েরা মন খারাপ করবেন না।। : আমি শুধু জানতে চাই....যদি পারেন উত্তর দিবেন..... :
শিব ৬০,০০০ বিবাহ করেছিল সে মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয় একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিকতায় তার স্ত্রীকে দিয়ে দুধ দিয়ে শিবের গোপনঅঙ্গ ধৌত করে? এটা কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য? এমন কুরুচিপূর্ন আদেশ সৃষ্টিকর্তা দিতে পারেন? শিব তার নিজের ছেলে গনেশকে চিনতে পারেনি গর্দান কেটে ফেলেছিলেন তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে চিনবেন? ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য? কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা হয় তাহলে তিনি কেন ১৬১০৮ টা বিয়ে করলেন, বিয়ে করা কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য ? দেবদাসীর ও যোগিনীর মত পতিতা চরিত্রের সাথে ভগবান ওব্রাহ্মনগন কি করে অশ্লীলকর্মে লিপ্ত হন? যদি তারা প্রকৃতার্থে ভগবান হয়ে থাকেন। অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ নারী, মুখে ও দাতেঁ রক্ত ও হাতে রক্তাক্ত তলোয়ার কি করে সৃষ্টিকর্তা হতে পারে? উদাহরন- দূর্গা। : কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা হয় তবে সে কেন তার মামীর সাথে অবৈধ সম্পর্ক রাখলো? তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে এমন অবৈধকর্মে লিপ্ত হয় যা তার নিজেরাই আইনের বর্হিভূত? : কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে পারে কারন সে প্রয়োজনে খাবার খেয়েছে, ঘুম গেছে, অনেক বিয়ে করেছে দৈহিকতারনায়, রাম নিজের স্ত্রীকে সন্দেহ করেছে এসবকি সৃষ্টিকতার কর্ম? :যদি রাম সৃষ্টিকর্তাই হন কেন তিনি হনুমানের
সাহায্য চাইবেন? তাহলে কি সৃষ্টিকর্তার ক্ষমতার কমতি আছে? রাম হনুমানের দু’ভাইকে কেন অকারনে খুন করলেন যেখানে রামের সাথে তাদের কোন শত্রুতা ছিলনা? সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব? রাবন যদি শয়তান হয়ে একদিনে লঙ্কায় পৌছাঁতে পারে তবে রামের সৃষ্টিকর্তা হয়ে কেন ১২ বছর লাগলো তাও আবার হনুমানের সাহায্যে? শয়তানের শক্তি সৃষ্টির্কতা হতে কি করে বেশি হওয়া সম্ভব কৃষ্ণা একজন সৃষ্টিকর্তা হয়ে কিভাবে নারীদের স্নানরত দৃশ্য
উপভোগ করেন ও তাদের পোষাক লুকিয়ে রেখে দেন? গরুহিন্দুদের মা,গরুর পেট থেকে তো গরুর বাচ্চা হয় মানুষের বাচ্চা তো হয়না তাহলে গরুকি করে মানুষের মা হয়? গরু তাদের মা, তাই তারা দুধ খায়, গোশত খায়না। অথচ ঐ মায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে তা পায়েদেয়। কেনো মায়ের এই অমর্যাদা? গরুর চামড়ার ঢোল না পিটালে
তাদের পূজা হয়না, গরুকে হত্যা করে তার চামড়া দিয়ে ঢোল বানাতে হয়। কেনো মায়ের এই পরিনতি? গাই কে যদি মা বলেন তাহলে দামড়া কে বাবা বলেন না কেন?? গরুযদি আপনাদের মা হয় তাহলে গরুর পেট থেকে জন্ম হলেন না কেন?? : এই প্রশ্ন গুলোর উত্তর কি কোন হিন্দু ভাই দিতে পারবেন???

https://www.youtube.com/watch?v=VtJWQdZxYL8 
https://www.youtube.com/watch?v=VtJWQdZxYL8

Wednesday, 22 July 2015

হে মুসলিম রমণী

https://www.youtube.com/watch?v=tfKFneQwzWY হে মুসলিম রমণী , কুরআনের আইন লঙ্ঘন করে তুমি আর কতদিন লাঞ্চনা ভোগ করবে? তোমার মর্যদা বৃদ্ধিতে কুরআনের চুড়ান্ত আহ্বান তুমি কি ভুলে গেছ? তাহলে শোন- পর্দা করা আল্লাহর হুকুম, কুরআন খুলে দেখ না।
ভিডিওটি দেখতে নিচের ছবির উপর ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=tfKFneQwzWY

Sunday, 14 June 2015

শালীনতা

ঐ সকল মহিলা জাহান্নামী হবে যারা কাপড় পরেও উলঙ্গ থাকে। ভিডিওটি দেখতে Image এর উপর ক্লিক করুন-
https://www.youtube.com/watch?v=2HdziPDE18c
রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এই উম্মতের তিনটি পাপের কারনে তিন ধরনের শাস্তি বা গজব দেওয়া হবে।
শাস্তি তিনটি হল :
১. ভূমিকম্প।
২. পাথরের বৃষ্টি বা আকাশ থেকে পাথর নিক্ষেপ করা হবে।
৩. চেহারা বিকৃত করে বানর এবং শুকরে পরিনত করা হবে।
এক সাহাবী জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসুল! কখন এরুপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ
১.যখন মানুষ ব্যাপক হারে মদ্যপানে লিপ্ত থাকবে।
২. যখন মানুষ গায়িকা, বাদ্যযন্ত্র এবং গান বাজনায় লিপ্ত থাকবে।
৩. যখন মেয়েরা উলঙ্গ হয়ে নাচবে।
[তিরমিযী--৪১১৯]
বর্তমানে এই তিন টি জিনিস বেপক হারে আমাদের সমাজে প্রচলন আছে। নবী সাঃ বাণী প্রচার করতে শেয়ার করুন।আমাদের বিগত পোস্ট গুলো মিস করেছেন কি না দেখে নিন।

Tuesday, 9 June 2015

মেয়েদের পোষাক

মুসলমান মেয়েরা ফতুয়া জিন্স পড়তে পারে? মেয়েদের মধ্যে বিশেষ করে ভার্সিটি পড়ুয়া ও তরুণীরা নিজেকে স্মার্ট ও আধুনিকা প্রমান করার জন্য ফতুয়া-জিন্স পড়ে থাকে। ভিডিওটি দেখতে প্যান্টের উপর ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=2HdziPDE18c

এর পরও যদি তার কথা বলার প্রয়োজন হয়
অন্য পুরুষের সাথে, রিকশাওয়ালার সাথে, ডাক্তারের সাথে
অফিস আদালতে.. তাহলে….. তখন আল্লাহ তাআলা বলেন “পৃথিবীর মানুষ, তোমরা যদি নারীদের কিছু বলতে চাও,তারা যদি তোমাদের সাথে প্রয়োজনীয় কোন কথা বলতে চায়, তাহলে অন্তরাল থেকে বল”
হয় দেওয়ালের অন্তরাল, নাহয় পোশাকের অন্তরাল । ও পুরোপুরি নগ্ন হয়ে আছে, পরনে কাপড়ই নেই , আর ও বলছে যে, “আমার মন ভালো আছে” ।
কত্ত বড় শয়তানি কথা তার । বিষ খাচ্ছে আর বলছে “আমি নিয়ত করেছি শরবত খাচ্ছি, আমার অন্তর ভালো আছে” বলছে, “ও বোরখা পরে আর অন্যায় করে, ও কি ভালো ? আমি ভালো
আরে বেহায়া তুমি কি করে ভালো? আশ্চর্য , তোমার চোখ দেথলে পাপ হয়, তোমার চুল দেথলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার লজ্জা হয়না? অশিক্ষিতা মেয়ে, তুমি নিজেকে কি করে ভালো বল যে আমি তার চেয়ে ভালো ?তোমার বিদ্যা নেই?তোমার বুদ্ধি নেই? তোমার বোধগম্য নেই? তোমার হিতাহিত জ্ঞান নেই? তুমি মানুষ নও? তুমি নিজেকে বুঝোনা? নিজেকে নগ্ন করে অপরের চেয়ে ভালো বল কি করে? তোমাকে ভালো হতে হবে পোশাকের মাধ্যমেই , এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর রাসূলের বিধান । তুমি আল্লাহর বিধানকে উপেক্ষা করে, তুমি নিজেকে বল আমি ভালো , এটা অসম্ভব, এটা হতে পারেনা, তুমি এই একটা ড্রেনে পরে আছ, যেনার জগতে, আর তুমি নিজেকে ভালো বল, এটা তুমি কোথায় পেয়েছ? তুমি ধর্মকে মজাক কর, তুমি বলতে পারোনা? “আমি অমুসলিম মেয়ে” তুমি বলবে আমার নাম ”অলকা”, তুমি বলবে আমার বাপের নাম “গৌতম গুপ্ত”, তোমার যা ইচ্ছা তুমি করে বেড়াও, তুমি তুমি নিজেকে বল মুসলিম মেয়ে, আবার তুমি একথা বল যে , “সে বোরখা পরে অন্যায় করে, আমি ভালো আছি””হিসাব পেয়েছ কি তুমি?” ইসলামি পোশাক পরেই তুমাকে ভালো হতে হবে, পৃথিবীতে এর বিকল্প পথ নেই, এটা আল্লাহ বলে দিয়েছেন । এই পোশাকেই তাকে ভালো হতে হবে, এই পোশাক থাকলেই তার উপর কটু মন্তব্য হবেনা ।তুমি আল্লাহর বিধানকে উপেক্ষা করে নিজেকে মাতাব্বরি দেখাচ্ছ? তোমার কথার উপর ইসলাম চলেনা ,তোমার কথার উপরে জাহান্নাম জান্নাত হবে না, তুমি ভাবিও…………………
ক্ষমতা দেখিয়ে হারিয়ে গেছে ফেরাউন, হারাতে হবে একদিন তোমাকেও, পৃথিবী কারও স্থায়ী বসবাসের জায়গা নয়, অতএব বিবেচনা করে চল ।এটাই তোমার জন্য ভালো হবে । নিজের বিবেচনা অন্যের কাধের উপর চাপিয়ে দিওনা, পরকাল হারাবে নিশ্চিত ।

এই পোশাকের পাপ তিন প্রকারঃ ১. পুরুষদের পোষাক পড়া - রাসুলুল্লাহ (সাঃ) অভিশাপ দিয়েছেন ঐ সমস্ত নারীদের প্রতি যারা পুরুষদের পোশাক পড়ে আর যে সমস্ত পুরুষেরা নারীদের পোশাক পড়ে। (আবু দাউদ)
২. ফাহেশা বা অশ্লীলতা - এই পোশাকে নারীদের শরীরের অবয়ব প্রকাশ পায় যা ফাহেশা কাজের অন্তর্ভুক্ত।
৩. ওড়না না পড়া - বাইরে বের হলে নারীদের হিজাবের (মাথারছোট্ট একটা রুমাল না, রেগুলার কাপড়ের উপরে অন্য একটা লম্বা ও ঢোলা কাপড় দিয়ে সারা শরীর ঢাকা কমপ্লিট পর্দা) উপরে এক্সট্রা বুকের উপরে কাপড় দিয়ে বের হওয়ার আদেশ আল্লাহ কুরানেই উল্লেখ করেছেন। এই মেয়েগুলা প্রাপ্তবয়ষ্কা বলে তারা নিজেরাই আগুনে যাওয়ার পথের দিকে হাটছে সাথে আরো অনেক যুবকদেরকেও ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।একটা মেয়েকে ছোটবেলা থেকে হিজাব পর্দা শেখানো তার পরিবারের জন্য ফরয।তার যদি এই কাজ না করে, উলটো নিজের মেয়েকে কাফের নারীদের মতো অশ্লীল কাপড় চোপড় কিনে দেয় বা টাকা দিয়ে সাপোর্ট করে, তার মেয়ে তারই সামনেই লম্পট পুরুষদের কামনার বস্তু হয়ে ঘুরে বেড়াবে আর সে চুপ করে বসে থাকবে, ইসলামে এই ধরণের পুরুষকেই দাইয়ুছ বলে। আর দাইয়ুছের জন্য জান্নাত হারাম।
https://www.youtube.com/watch?v=2HdziPDE18c