মজহাবী ভাইদের কথা

১. বাপ-দাদারা কি এতদিন ভুল করে আসছেন!  ২.অধিকাংশ মানুষই কি ভুল করে আসছে! ৩. এত বড় বড় আলেম তো এভাবেই আমল করে আসছেন! তারা কি ভুল করে গেছেন! • মূলত এই তিনটি অজুহাতে মানুষ কুরআন ওসহীহ হাদিসের দাওয়াতকে পরিত্যাগ করে।“অধিকাংশ” কোন দলীল নয়; দলীল হল কুরআন ও সহীহ হাদীস। অধিকাংশদের ব্যাপারে
আল্লাহ্তায়ালা কুরআনে কি বলেছেন-- • “অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়” [সূরা ইউসুফ: ৬৮]

• “অধিকাংশই নির্বোধ” [সূরামায়িদাহ : ১০৩] •“অধিকাংশ লোকই অবগত নয়” [সূরা আনআম:৩৭] •“অধিকাংশই অজ্ঞ” [সূরা আনআম : ১১১] •“অধিকাংশই জানে না” [সূরা আরাফ :১৩১] • “তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না” [সূরা ইউসুফ :১০৩] • “আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি,ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না; বরং তাদের অধিকাংশই ঈমান রাখে না” [সূরাবাকারাহ : ৯৯-১০০] •“আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী” [সূরা যুখরুফ : ৭৮] • “তাদের অধিকাংশকেই আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি, বরং অধিকাংশকে ফাসিকই পেয়েছি” [সূরাআরাফ : ১০২] • “তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরন কর তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা কেবল আন্দাজ-অনুমানের অনুসরন করে চলে; তারা মিথ্যাচারছাড়া আর কিছুই করে না” [সূরা আনআম :১১৬] • ‘’তাদের অধিকাংশই কেবল ধারনার অনুসরন করে; সত্যের মোকাবেলায় ধারনা কোন কাজে
আসে না’’ [সূরাইউসুফ : ৩৬]• “অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরকও করে’’ [সূরা ইউসুফ : ১০৬]• “আমি কি তোমাদের জানাব কাদের নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট। ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী’’ [সূরা শু’আরা : ২২১-২২৩]• “তারা তাদের পিতৃ- পুরুষদের বিপথগামী পেয়েছিল। অতঃপর তাদেরই পদাংক অনুসরন করে ছুটে চলেছিল। এদের আগের লোকদের
অধিকাংশই গুমরাহ হয়ে গিয়েছিল” [সূরা সাফফাত :৬৯-৭১] আরবী ভাষায় কুরআন, জ্ঞানসম্পন্ন মানুষদের জন্য সুসংবাদবাহী ও সাবধানকারী। কিন্তু ওদের অধিকাংশই (এ কুরআন থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে, কাজেই ওরা শুনবেনা” [সূরা ফুসসিলাত : ১-৪] সুতরাং হে আমার মুসলিম ভাই আসুন আমরা“অধিকাংশের” অজুহাত বাদ দিয়ে কুরআন ও হাদিস অনুযায়ী জীবন গড়ি।

No comments:

Post a Comment